এসএসসি পরীক্ষা এর বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। High School Notice

Life Master VK
0

 

এসএসসি পরীক্ষা ২০২৫ এর বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। High School Notice

এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা সহজ পদ্ধতি:

১। বোর্ড চ্যালেঞ্জ কারা করবেন?

যারা এসএসসি পরীক্ষ দিয়েছেন। কিন্তু রেজাল্টে শুনে/দেখে মনে হচ্ছে কোথাও ভূল হতে পারে। আমার এ রকম কেন হলোঃ- 

শুধুমাত্র এই মনভাবের শিক্ষার্থীদের বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ড পুনঃ নিরীক্ষণের পদ্ধতি চালু করেছে। আসুন আমরা ধীরে ধীরে সমস্থ্য বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি।


২। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন?

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম মোবাইল ফোন থেকে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC<Space>বোর্ডের নামের প্রথম ৩ (তিন) অক্ষর<Space>রোল নম্বর>Space<বিষয়কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


*উদাহরণঃ

ধরুন: আপনি দিনাজপুর বোর্ডের আওতায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বর: 654321 আপনার বাংলা বিষয়ে রেজাল্ট নিয়ে মন্তব্য আছে। এখন বাংলা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও। 


প্রথম ধাপ:-

এখন মেসেজ অপশন যান এবং টাইপ করুন:- RSC DIN 654321 109 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দাও। এটা প্রথম ম্যাসেজ পাঠানোর পদ্ধতি।

প্রথম মেসেজ পাঠানো হলে আপনাকে একটি ফিরতি মেসেজ দেওয়া হবে। উক্ত মেসেজে একটি পিন নম্বর থাকবে। সেই পিন নম্বর এবং কন্টাক্ট নম্বরসহ দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে।


উদাহরণঃ

RSC Yes PIN 01755358403 লিখে আবারও ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


আপনি যদি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান। তাহলে কি করবেন?


উদাহরণঃ

এক্ষেত্রে দ্বিতীয় মেসেজে কোন পরিবর্তন হবে না শুধুমাত্র প্রথম মেসেজ টাইপকরার পদ্ধতি একটু ভিন্ন হবে। যেমন:- RSC DIN 654321 109, 110,112


৩। বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা খরচ হবে?

বোর্ড কর্তৃক ফি প্রতি বিষয়ের জন্য ১৫০/- টাকা দিতে হবে। দ্বিতীয় মেসেজ পাঠানোর সময় টেলিটক সিমে ১৫০ টাকা থাকতে হবে। যদি আপনি একটি বিষয়ে আবেদন করতে চান। যদি ৩টি বিষয়ে আবেদন করতে চান তাহলে, অবশ্যই ৪৫০ টাকা থাকতে হবে।


এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে করেন। এজন্য আমাদের লাইভ সাপোর্ট নিতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


#এসএসসি-পরীক্ষা-রেজাল্ট

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default