বাংলাদেশ সেনা বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
সেনা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের যুবকদের জন্য একটি ডিফেন্স চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং আপনি যদি বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরি করত আগ্রহী হয়ে থাকেন তাহলে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। নিচে আমরা বিস্তারিত আলোচনা করছি।
এই পোস্টে যেসব প্রশ্নের উত্তর দেওয়া আছে?
- সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি?
- সেনা বাহিনীর নতুন নিয়োগে কত বছর বয়সে আবেদন করা যাবে?
- সেনা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির শেষ সময় কবে?
- সেনা বাহিনীর আবেদন লিংক?
- কিভাবে সেনা বাহিনীতে আবেদন করতে হয়?
- কি কি কারণে সেনা বাহিনীতে অযোগ্য ঘোষিত হয়?
- সেনা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা?
- বিবাহিত হলে সেনা বাহিনীতে আবেদন করা যাবে কিনা?
- সেনা বাহিনীর আবেদন ফি কত?
- কিভাবে সেনাবাহিনীতে নির্বাচন করা হয়?
- সেনাবাহিনীর প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরিক্ষা?
- সেনা বাহিনীর আইসএসবি পরীক্ষা?
- সেনা বাহিনীর প্রশিক্ষণ ও কমিশন?
- সেনা বাহিনীতে প্রাপ্ত সুযোগ সুবিধা?
- সেনা বাহিনীর বিশেষ নির্দেশনাগুলো কি কি?
১। বয়সঃ
০১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
২। শারীরিক মান (নূন্যতম)
পুরুষ প্রার্থীদের জন্যঃ উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন: ৫৭ কেজি (১২৬ পাউন্ড), বুকের মাপ: ৩০-৩২ হতে হবে।
নারী প্রার্থীদের জন্য:
উচ্চতা: ৫ ফুট ০ ইঞ্চি, ওজন: ৪৮ কেজি (১০৫ পাউন্ড), বুকের মাপ: ২৮-৩০ হতে হবে।
উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
৩। শিক্ষগত যোগ্যতা:
ক। আর্মি মেডিকলে কোর (পুরুষ/নারী)
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)
২। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্ণশীপ সম্পন্ন করতঃ ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে।
৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোমোট জিপিএ-৯ (তবে, যেকোন পরীক্ষায় জিপিএ ৪.৫০ এর কম নয়)
৪। বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
খ। মহিল: বিবাহিতা/অবিবাহিতা।
৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
৬। আবেদনের পদ্ধতি:
ক) ১৪ জুলাই ২০২৫ হইতে ০৯ আগস্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
খ) আবেদনকারীি প্রার্থী গণকে আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন লিংক আমরা নিচে শেয়ার করেছি।
গ) আবেদনকারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যকে আবেদন ফি বাবদ ১ হাজার ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার টাকা সর্বোমোট ২ হাজার টাকা জমা দিতে হবে।
৭। নির্বাচন পদ্ধতিঃ
ক। লিখিত পরীক্ষাঃ
লিখিত পরিক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৪ আগস্ট ২০২৫ ইং তারিখে সকাল ৯ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পূন্নকরতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিণ্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূলকপি সাথে আনতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৫ এর ৩য় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যকে জানানো হবে।
খ। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফি, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকের ও মার্কসীট এর মূল কপি (এসএসসি/ও লেভেল, এইচএসসিিএ লেভেল, এমবিবিএস, ইন্টার্ণশীফ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, িএফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে।
গ। আইএসএসবি পরীক্ষাঃ
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
ঘ। চুড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদানঃ
উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনীর সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনাল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নিধাচিত ঘোষনা এবং যোগদানপত্র প্রদান করা হবে। বিএমএ সম্ভাব্য যোগদানের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫।
৮। প্রশিক্ষণ ও কমিশনঃ
ক। বিএমএ প্রশক্ষণঃ
আইএসএসবি ও ডাক্তারী পরীক্ষায় যোগ্য এবং সেনাসদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএ চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণকরবেন।
খ। কমিশন ও পশ্চাৎ প্রবীণতাঃ
প্রশিক্ষণ সমাপ্তির পর ক্যাপ্টেন পদবী ও নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা প্রাপ্য হবেন।
সেরা ১০০টি MCQ for বাংলাদেশ সেনা বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি । Bd Jobs Info
৯। প্রাপ্ত সুযোগ সুবিধা
ক। বেতন-ভাতাঃ
সরকার কর্তৃৃক নির্ধারিত সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন।
খ। অন্যান্য বিশেষত্বঃ
১। বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান সুযোগ পাবেন।
২। চিকিৎসাঃ সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।
৩। সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
১০। বিশেষ নির্দেশনাঃ
ক। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএ যোগদানের পূর্বে সাতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।
খ। এএফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসি এর মাধ্যমে অন-লাইনে আবেদন করতে হবে।
গ। বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
ঘ। চূঢ়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমাত সেনাবহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
১১। প্রার্থীদের জন্য কিছু অযোগ্যতাঃ
ক। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোন সরকারী চাকরি হতে প্রত্যাখ্যাত/অপসারিত/বরখাস্ত।
খ। আইএসএসসি কর্তৃক দুই বার স্ক্রিন্ড আউড/রেডকার্ড (একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড হলে আবেদন করা যাবে) তবে ৫ বছর পূর্বে দুই বার স্ক্রিন্ড আউট /রেডকার্ড প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
গ। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।
ঘ। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিদ।
ঙ। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীখ্ষাসমূহে সর্বোমোট দুই এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
চ। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
ছ। ভর্তি প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ভূল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনের শেষ তারিখঃ ০৯ আগস্ট ২০২৫ ইং তারিখ।
আবেদন লিংকঃ ক্লিক করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন: ক্লিক
বাংলাদেশ সেনা বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিরে আবেদনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিংবা আমাদের লাইভ সাপোর্ট নিতে পারেন। ধন্যবাদ।
Microsoft word এর ফ্রি কোর্সে যোগ দিন।
#Bangladesh_Sena_Bahini_Job_Circular #Air_Force_Jobs_Circular

