বাংলাদেশ সেনাবানিহীর লিখিত ও মৌখিক পরিক্ষার জন্য আামদের সাধারণ জ্ঞান ১০০টি বাছাই করা MCQ।
আমাদের এই ১০০টি পাওয়ারফুল MCQ বাড়াতে পারে আপনার বাংলাদেশ সেনা বাহিনীতে চাকরি পওয়ার সুযোগ। আমরা জানি সেনা বাহিনীতে নিয়োগ পেতে হলে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশের ৮০% ছেলে/মেয়ে এ পর্যায়ে বাতিল হয়। Life Master Vk এর এই ১০০টি MCQ আপনার লিখিত ও মৌখিক পরীক্ষায় সহায়ক হতে পারে। বদলে দিতে পারে আপনার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল।
১। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠত হয়-
ক) ১৫ আগস্ট ১৯৭১ খ) ২১ নভেম্বর ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ) ২৬ মার্চ ১৯৭১
উত্তর: খ
২। বাংলাদেশ সেনাবাহিনী দিবস পালন করা হয়-
ক) ১৬ ডিসেম্বর খ) ২১ নভেম্বর
গ) ১ জানুয়ারী ঘ) ২৬ মার্চ
উত্তর: খ
৩। সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: গ
৪। সেনাবাহিনীর প্রধান কার্যালয়কে কী বলা হয়?
ক) জেনারেল হেডকোয়ার্টার খ) আর্মি ডিভিশন
গ) মিলিটারি ডকট্রিন ঘ) কোন সেক্টর
উক্তর: ক
৫। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?
ক) জেনারেল আজিজ আহমেদ
খ) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
গ) জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ঘ) মেজর জেনারেল মাহফুজ
উত্তরঃ খ
৬। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?
ক) মেজর জেনারেল জিয়াউর রহমান খ) কর্নেল এম এ রব
গ) মেজর জেনারেল ইব্রাহিম ঘ) জেনারেল আজিজ আহমেদ
উক্তরঃ খ
৭। বাংলাদেশ সেনাবাহিনীর মোট বাহিনী কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তরঃ খ
৮। বাংলাদেশ সেনাবাহিনী কয়টি পদাতিক ডিভিশন নিয়ে গঠিত?
ক) ৫ খ) ৬
গ) ১০ ঘ) ৮
উত্তরঃ গ
৯। "In war and peace We Serve the nation" এটি কোন বাহিনীর স্লোগান?
ক) নৌবাহিনী খ) বিমান বাহিনী
গ) পুলিশ বাহিনী ঘ) সেনাবাহিনী
উত্তরঃ ঘ
১০। সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন?
ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী
গ) সেনাবাহিনী প্রধান ঘ) প্রতিরক্ষা সচিব
উত্তরঃ গ
১১। বাংলাদেশ সেনাবাহিনী মূলত কিসের প্রতীক?
ক) প্রতিরক্ষা ও শান্তির খ) আগ্রাসন ও যুদ্ধের
গ) আধিপত্যের ঘ) কূটনৈতিক শক্তির
উত্তরঃ ক
১২। সেনাবাহিনীর প্রতীকচিহ্নে কোনটি রয়েছে না?
ক) তরবারি খ) রাইফেল
গ) বাঁশি ঘ) গুলাব
উত্তরঃ গ
১৩। সেনাবাহিনীর ইউনিফর্মের রঙ কী?
ক) নীল খ) হালকা সবুজ
গ) ধূসর ঘ) থাকি
উত্তরঃ খ
১৪। বাংলাদেশ সেনাবাহিনীতে পদায়ন হয় কীভাবে?
ক) র্যাংক টেস্ট দিয়ে খ) সরাসরি নির্বাচন
গ) সচিবালয়ের মাধ্যমে ঘ) রাজনৈতিক মনোনয়ন
উত্তরঃ ক
১৫। বাংলাদেশ সেনাবাহিনীতে কতটি কোর (Corps) আছে?
ক) ১২টি খ) ১৮টি
গ) ২০টি ঘ) ২৫টি
উত্তরঃ খ
১৬। "GHQ" এর পূর্ণরূপ কী?
ক) General House Quarter খ) Ground High Quarter
গ) General Headquarters ঘ) Government High Quota
উত্তরঃ গ
১৭। সেনাবাহিনীর মেজর পদটি কোন র্যাংকের নিচে?
ক) ক্যাপ্টেন খ) লেফটেন্যান্ট
গ) লেফটেন্যান্ট কর্নেল ঘ) কর্নেল
উত্তরঃ গ
১৮। সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোতে নিচের কোনটি শীর্ষ?
ক) ব্যাটালিয়ন খ) ব্রিগেড
গ) ডিভিশন ঘ) কোর
উত্তরঃ গ
১৯। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে-
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয় খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ) প্রধানমন্ত্রীর দপ্তর ঘ) পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরঃ খ
২০। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল কে?
ক) সুসানে গীতি খ) নাসিমা আক্তার
গ) ডা. ফারহানা হক ঘ) রেহানা পারভীন
উত্তরঃ ক
২১। BMA এর পূর্ণরূপ-
ক) Bangladesh Marine Academy খ) Bangladesh Military Academy
গ) Bangladesh Martial Association ঘ) Bangladesh Military Administration
উত্তরঃ খ
২২। BMA কোথায় অবস্থিত?
ক) কমিল্লা খ) ভাটিয়ারি
গ) রাঙামাটি ঘ) সাভার
উত্তরঃ খ
২৩। BMA লং কোর্সের মেয়াদ-
ক) ১ বছর খ) ২ বছর
গ) ৩ বছর ঘ) ৪ বছর
উত্তরঃ খ
২৪। BMA তে প্রশিক্ষণ শেষে পদমর্যাদা-
ক) মেজর খ) ক্যাপ্টেন
গ) দ্বিতীয় লেফটেন্যান্ট ঘ) কর্নেল
উত্তরঃ গ
২৫। BMA এর শিক্ষাক্রমে কি অন্তর্ভুক্ত থাকে না?
ক) সামরিক প্রশিক্ষণ খ) একাডেমিক শিক্ষা
গ) কূটনৈতিক প্রশিক্ষণ ঘ) শারীরিক ট্রেনিং
উত্তরঃ গ
২৬। BMA প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯৭১ খ) ১৯৭৪
গ) ১৯৭৬ ঘ) ১৯৮০
উত্তরঃ খ
২৭। BMA তে প্রশিক্ষণ শেষে কোন ডিগ্রি প্রদান করা হয়?
ক) Bachelor of Arts খ) BSc in Military Studies
গ) Diploma in Warfare ঘ) Master in Commanding
উত্তরঃ খ
২৮। একজন ক্যাডেট BMA তে কয়টি প্রশিক্ষণ পর্যায় অতিক্রম করে?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
উত্তরঃ খ
২৯। BMA তে যে স্থানটিতে কুচকাওয়াজ হয়, সেটি হলো-
ক) শেখ রাসেল স্কয়ার খ) প্যারেড গ্রাউন্ড
গ) অফিসার্স মেস ঘ) ট্রেনিং শেড
উত্তরঃ খ
৩০। BMA ক্যাডেটদের পোশাকের রং-
ক) সাদা ও সবুজ খ) লাল ও কালো
গ) ধূসর ঘ) সবুজ ও নীল
উত্তরঃ ক
৩১। BMA তে কোন দিবসে কমিশনিং প্যারেড অনুষ্ঠিত হয়?
ক) ২১ নভেম্বর খ) ১৬ ডিসেম্বর
গ) নির্ধারিত সেশন শেষে ঘ) ২৬ মার্চ
উত্তরঃ গ
৩২। BMA তে নারীদের অংশগ্রহণ শুরু হয়-
ক) ১৯৯৮ খ) ২০০০
গ) ২০০৫ ঘ) ২০১০
উত্তরঃ খ
৩৩। BMA তে প্রতি বছর কয়টি লং কোর্স হয়?
ক) ১টি খ) ২টি
গ) ৩টি ঘ) ৪টি
উত্তরঃ খ
৩৪। বাংলাদেশ সেনাবাহিনী BMA থেকে অফিসার নিয়োগ দেয়-
ক) বেসামরিক পরীক্ষা নিয়ে খ) সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে
গ) BMA লং কোর্স ও SSC র মাধ্যমে ঘ) কোনো নির্দিষ্ট পদ্ধতি ছাড়া
উত্তরঃ গ
৩৫। BMA তে লেখাপড়ার পাশাপাশি কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়?
ক) বিজ্ঞান খ) সাহিত্য
গ) শারীরিক সক্ষমতা ঘ) কম্পিউটার
উত্তরঃ গ
৩৬। ক্যাডেটদের ট্রেনিং শেষে কোন সম্মাননা দেওয়া হয়?
ক) প্রেসিডেন্ট গোল্ড মেডেল খ) স্বাধীনতা পদক
গ) কুচকাওয়াজ ট্রফি ঘ) সেনা নেতৃত্ব পদক
উত্তরঃ ক
৩৭। BMA তে শিক্ষার্থীদের কি বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হয়?
ক) না খ) হ্যাঁ
গ) আংশিক ঘ) নির্দিষ্ট কোর্সে
উত্তরঃ খ
৩৮। BMA তে কোনটি থাকে না?
ক) একাডেমিক শিক্ষা খ) আবাসন
গ) মেডিকেল সেবা ঘ) ব্যক্তিগত মোবাইল ব্যবহার
উত্তরঃ ঘ
৩৯। BMA ক্যাডেটদের তিনটি প্রধান গুণ-
ক) Discipline, Courage, Patriotism খ) Wealth, Strength, Fame
গ) Knowledge, Skill, Power ঘ) Uniform, Duty, Loyalty
উত্তরঃ ক
৪০। BMA তে একজন ক্রাডেটকে কী বলা হয়?
ক) অফিসার খ) ছাত্র
গ) ট্রেইনি ঘ) Gentleman Cadet
উত্তরঃ ঘ
৪১। বাংলাদেশ সেনাবাহিনীর কয়টি প্রধান কোর (Corps) রয়েছে?
ক) ১০টি খ) ১৪টি
গ) ১৮টি ঘ) ২০টি
উত্তরঃ গ
৪২। সেনাবাহিনীতে যোগাযোগের দায়িত্ব পালন করে কোন কোর?
ক) ইঞ্জিনিয়ার কোর খ) সিগন্যাল কোর
গ) ইনফ্যান্ট্রি ঘ) আর্টিলারি
উত্তরঃ খ
৪৩। আর্মি সার্ভিস কোর (ASC) এর প্রধান কাজ কী?
ক) যুদ্ধ পরিকল্পনা খ) অস্ত্র নির্মাণ
গ) রসদ সরবরাহ ঘ) বেতন প্রদানে সহায়তা
উত্তরঃ গ
৪৪। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর কাজ-
ক) খাদ্য সরবরাহ খ) চিকিৎসা সেবা
গ) রাস্তা, সেতু ও ভবন নির্মাণ ঘ) সিগন্যাল পাঠানো
উত্তরঃ গ
৪৫। ইনফ্যান্ট্রি শাখা মূলত কিসের জন্য পরিচিত?
ক) প্রশাসনিক কাজ খ) যুদ্ধের সম্মুখভাগে যুদ্ধ
গ) প্রশিক্ষণ ম্যানেজমেন্ট ঘ) ট্যাংক অপারেশন
উত্তরঃ খ
৪৬। সেনাবাহিনীর মেডিকেল কোরের কাজ-
ক) অস্ত্র পরিচালনা খ) যন্ত্র রক্ষণাবেক্ষণ
গ) সেনাদের চিকিৎসা ঘ) কায়িক প্রশিক্ষণ
উত্তরঃ গ
৪৭। আর্টিলারি কোরের প্রধান কাজ-
ক) লড়াই মুখোমুখি খ) গোলাবারুদ ও ভারী অস্ত্র ব্যবহার
গ) যোগাযোগ ঘ) প্যারেড প্রশিক্ষণ
উত্তরঃ খ
৪৮। "Armored Corps" কোন কাজে নিয়োজিত?
ক) প্রশিক্ষণ খ) ট্যাংক ও সাঁজোয়া যান যুদ্ধ
গ) মেডিকেল সেবা ঘ) অস্ত্র সংরক্ষণ
উত্তরঃ খ
৪৯। কোন কোরের কাজ হলো সেনাবাহিনীর খাদ্য প্রস্তুত ও সরবরাহ?
ক) ASC খ) AMC
গ) ACC ঘ) EME
উত্তরঃ গ
৫০। Army Educations Crops (AEC) এর কাজ-
ক। হেলথ কেয়ার খ) শিক্ষা ও প্রশিক্ষণ
গ) লজিস্টিক ঘ) অস্ত্র ব্যবহার
উত্তরঃ খ
৫১। সেনাবাহিনীর ফিন্যান্স কোর (AFC) দায়িত্বপ্রাপ্ত-
ক) গোলাবারুদ সরবরাহ খ) আর্থিক প্রশাসন
গ) চিকিৎসা ঘ) গোয়েন্দা তথ্য
উত্তরঃ খ
৫২। সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের কাজ-
ক) ব্যাটেল ফিল্ড কন্ট্রোল খ) অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা
গ) অস্ত্র বিকাশ ঘ) মেডিকেল সাপোর্ট
উত্তরঃ খ
৫৩। EME কোর কাজ করে-
ক) চিকিৎসা খ) রসদ
গ) যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ঘ) বার্তা প্রেরণ
উত্তরঃ গ
৫৪। সেনাবাহিনীর AD Corps বলতে বোঝায় -
ক) Administrative Development খ) Artillery Division
গ) Air Defense Corps ঘ) Army Department
উত্তরঃ গ
৫৫। " Remount Veterinary & Farm Corps" এর কাজ-
ক) ঘোড়া ও পশুর চিকিৎসা খ) অস্ত্র রক্ষণ
গ) প্যারেড প্রশিক্ষণ ঘ) যোগাযোগ
উত্তরঃ ক
৫৬। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ডিভিশন কী দিয়ে গঠিত?
ক) কোর খ) ব্রিগেড
গ) রেজিমেন্ট ঘ) প্লাটুন
উত্তরঃ খ
৫৭। একটি ব্রিগেড গঠিত হয়-
ক) ২-৩ ব্যাটালিয়ন খ) ৫ প্লাটুন
গ) ১০ ইউনিট ঘ) ৩ কোম্পানি
উত্তরঃ ক
৫৮। একটি ব্যাটালিয়ন কতজন সেনা নিয়ে গঠিত? (গড় সংখ্যা)
ক) ৫০০-৬০০ খ) ৭০০-৯০০
গ) ৮০০-১০০০ ঘ) ১২০০-১৫০০
উত্তরঃ গ
৫৯। সেনাবাহিনীর সবচেয়ে ছোট ইউনিট-
ক) কোম্পানি খ) প্লাটুন
গ) সেকশন ঘ) ব্রিগেড
উত্তরঃ গ
৬০। একটি কোম্পানীর অধীনে সাধারণত কয়টি প্লাটুন থাকে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তরঃ খ
৬১। বাংলাদেশ UN Peacekeeping মিশনে প্রথম অংশ নেয়-
ক) ১৯৭১ খ) ১৯৮৮
গ) ১৯৯৪ ঘ) ২০০০
উত্তরঃ খ
৬২। সর্বাধিক UN Peacekeeping সদস্য পাঠানো দেখ-
ক) ভারত খ) পাকিস্তান
গ) বাংলাদেশ ঘ) নেপাল
উত্তরঃ গ
৬৩। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম UN মিশনে যায় কোন দেখে?
ক) কঙ্গো খ) নামিবিয়া
গ) সুদান ঘ) সোমালিয়া
উত্তরঃ খ
৬৪। বাংলাদেশ সেনাবাহিনী UN Peacekeeping এর আওতায় কয়টি দেশে কাজ করেছে?
ক) ২০টির বেশি খ) ১০টির কম
গ) ৫টি ঘ) নির্ধারিত নয়
উত্তরঃ ক
৬৫। শান্তিরক্ষা মিশনে নারী সেনা মোতায়েন করে বাংলাদেশ কবে প্রথম?
ক) ২০০০ খ) ২০০৫
গ) ২০১০ ঘ) ২০১৮
উত্তরঃ গ
৬৬। UN মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কোন বাহিনীর অংশ হিসেবে যায়?
ক) ISAF খ) NATO
গ) Blue Helmet Force ঘ) Asian Brigade
উত্তরঃ গ
৬৭। বাংলাদেশ সেনাবাহিনী সর্বাধিক অংশ নিয়েছে কোন অঞ্চলে?
ক) ইউরোপ খ) মধ্যপ্রাচ্য
গ) বাফ্রিতা ঘ) এশিয়া
উত্তরঃ গ
৬৮। কোন দেশ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা কজের জন্য UN পদক দেয়?
ক) চীন খ) যুক্তরাষ্ট্র
গ) জাতিসংঘ ঘ) আফ্রিকান ইউনিয়ন
উত্তরঃ গ
৬৯। জাতিসংঘ শান্তিরক্ষ দিবস পালিত হয়-
ক) ২৫ এপ্রিল খ) ২৯ মে
গ) ১৬ ডিসেম্বর ঘ) ২১ নভেম্বর
উত্তরঃ খ
৭০। শান্তিরক্ষা বাহিনীর প্রতীক কী?
ক) সবুজ টুপি খ) কমান্ডার ব্যাজ
গ) নীল হেলমেট ঘ) লাল স্কার্ফ
উত্তরঃ গ
৭১। নিচের কোনটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি কাজ নয়?
ক) যুদ্ধ শুরু করা খ) যুদ্ধ বন্ধে সহায়তা
গ) মানবিক সাহায্য ঘ) নির্বাচনে সহায়তা
উত্তরঃ ক
৭২। UN মিশনে নিয়োজিত সেনাদের বলা হয়-
ক) Strike Force খ) UN Army
গ) Blue Berets ঘ) Task Force
উত্তরঃ গ
৭৩। বাংলাদেশ সেনাবাহিনী কোন দেশে মেডিকেল ইউনিট পাঠিয়েছিল?
ক) কঙ্গো খ) হাইতি
গ) রুয়ান্ডা ঘ) ইরাক
উত্তরঃ গ
৭৪। শান্তিরক্ষা মিশনের অধীনে সেনারা কাজ করে কার অধীনে?
ক) নিজ দেশের বাহিনী খ) UN Commander
গ) রাষ্ট্রপতি ঘ) ICC
উত্তরঃ খ
৭৫। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠন করা হয়-
ক) ১৯৪৮ খ) ১৯৬৫
গ) ১৯৭১ ঘ) ১৯৮০
উত্তরঃ ক
৭৬। বাংলাদেশ সেনাবাহিনীর UN Peacekeeping সর্বশেষ যোগদান কোন দেখে (২০২৪ অনুযায়ী)
ক) দক্ষিণ সুদান খ) আফগানিস্তান
গ) কসোভো ঘ) লেবানন
উত্তরঃ ক
৭৭। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের জন্য কোন পদক পায়?
ক) নোবেল খ) UN Peace Medal
গ) ইউনেস্কো পদক ঘ) ICT পদক
উত্তরঃ খ
৭৮। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি মহিলা অফিসার পাঠানো দেশ-
ক) ভারত খ) ফ্রান্স
গ) বাংলাদেশ ঘ) চীন
উত্তরঃ গ
৭৯। UN Peacekeeping Budget এ বাংলাদেশ কি রকম অবদান রাখে?
ক) আর্থিক অবদান খ) সামরিক অবদান
গ) চিকিৎসা অবদান ঘ) প্রশিক্ষণ অবদান
উত্তরঃ খ
৮০। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাদের মূল ভূমিকা-
ক) সশস্ত্র যুদ্ধ খ) যুদ্ধ শুরুর অনুমতি
গ) শান্তি রক্ষা ও মানবিক সহায়তা ঘ) রাজনৈতিক নেতৃত্ব
উত্তরঃ গ
৮১। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল-
ক) রেহানা পারভীন খ) সুসানে গীতি
গ) শারমিন সুলতানা ঘ) ফারহানা রহমান
উত্তরঃ খ
৮২। ২০২৪ সালে সেনাবাহিনীতে নারীদের জন্য নতুন যে শাখা খোলা হয়-
ক) আর্মি সার্ভিস কোর খ) সিগন্যাল কোর
গ) প্যারাটুরুপার ইউনিট ঘ) মিলিটারী পুলিশ
উত্তরঃ গ
৮৩। বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নের জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করছে-
ক) Vision 2021 খ) Forces Goal 2023
গ) Military Strategy 2025 ঘ) Tactical Vision 2040
উত্তরঃ খ
৮৪। বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের অফিসার পদে নিয়োগ শুরু হয়-
ক) ১৯৯৮ খ) ২০০০
গ) ২০০৩ ঘ) ২০০৫
উত্তরঃ খ
৮৫। "Forces Goal 2030" প্রণয়ন করা হয়-
ক) ২০০৫ খ) ২০০৮
গ) ২০১০ ঘ) ২০১৫
উত্তরঃ খ
৮৬। ২০২৩ সালে সেনাবাহিনীর নতুন যুক্ত হওয়া অথ্যাধুনিক অস্ত্র-
ক) Type-56 খ) Oerlikon GDF-009
গ) AK-47 ঘ) RPG-7
উত্তরঃ খ
৮৭। ২০২৪ সালে সেনাবাহিনীতে যুক্ত হওয়া নুতন হেলিকপ্টার মডেল-
ক) MI-17 খ) Euro copter Tiger
গ) Bell 407 GXI ঘ) Chinook
উত্তরঃ গ
৮৮। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী যে শহরে নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করছে-
ক) সমানগঞ্জ খ) পটুয়াখালী
গ) রাঙামাটি ঘ) বরিশাল
উত্তরঃ ক
৮৯। ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী যে আন্তার্জাতিক মহড়ায় অংশ নেয়-
ক) Shanti Doot খ) Exercise Tiger Lightning
গ) Joint Guardian ঘ) Peace Wave
উত্তরঃ খ
৯০। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব IT প্রতিষ্ঠান-
ক) ICT Division খ) Trust Tech
গ) Army IT Support Centre ঘ) Cyber Bangladesh
উত্তরঃ গ
৯১। Army Welfare Trust এর অধীনে চালু হওয়া বিশ্ববিদ্যালয়-
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) Army University Of science and technology
গ) BUP
ঘ) NSTU
উত্তরঃ খ
৯২। ২০২৩ সালে সেনাবাহিনী যে রেল প্রকল্পে অংশ নেয়-
ক) পদ্মা রেল সংযোগ খ) ঢাকা-চট্রগ্রাম প্রকল্প
গ) মেট্রোরেল ঘ) পার্বত্য চট্রগ্রাম এক্সপ্রেস
উত্তরঃ ক
৯৩। সেনাবাহিনীর নিজস্ব ব্যাস্কিং সেবা-
ক) Sena Bank খ) Trust Bank
গ) Army Bank ঘ) Peace Bank
উত্তরঃ খ
৯৪। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় বার্ষিক প্রশিক্ষণ মহড়া-
ক) Joint Combat খ) Exercise Tiger Lightning
গ) Exercise Operation Thunderbolt ঘ) Peace Keeper Training
উত্তরঃ গ
৯৫। করোনা মহামারীতে সেনাবাহিনীর বড় অবদান ছিল-
ক) চিকিৎসা সরবরাহ খ) হাসপাতাল নির্মাণ
গ) রাজনৈতিক সহায়তা ঘ) ভ্যাকসিন তৈরী
উত্তরঃ খ
৯৬। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী যে পরিবেশবান্ধব প্রকল্পে কাজ করছে-
ক) কার্বণ ট্রেনিং খ) Army Solar Project
গ) Green Barrack ঘ) Sustainable Force 2040
উত্তরঃ খ
৯৭। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে কতটি ডিভিশন নিয়ে গঠিত?
ক) ৬ খ) ৮
গ) ১০ ঘ) ১২
উত্তরঃ গ
৯৮। বাংলাদেশ সেনাবাহিনী "Cyber Warfare Team" গঠন করে-
ক) ২০১৮ খ) ২০২০
গ) ২০২২ ঘ) ২০২৪
উত্তরঃ খ
৯৯। নারী অফিসাররা বর্তমানে সেনাবাহিনীর কোন কোন শাখঅয় কাজ করছেন না?
ক) ইনফ্যান্ট্রি খ) সিগন্যাল
গ) মেডিকেল ঘ) এডুকেশন
উত্তরঃ ক
১০০। সাম্প্রতিক BMA Long Course পরীক্ষা কত নম্বরের হয়ে থাকে?
ক) ১০০ খ) ১২০
গ) ১৫০ ঘ) ২০০
উত্তরঃ ক
বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও মৌখিক পরিক্ষার জন্য আমরা এই সাজেশন ০২ এর আয়োজন করেছি। আমরা আশাবাদি আমাদের সাজেশনটি আপনার উপকারে আসতে পারে। যারা এখন পর্যন্ত আমাদের ০১ সাজেশনটি পড়েন নাই। তারা ক্লিক করে দেখে নিন।
আমাদের যেকোন কন্টেন্টের সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিংবা লাইভ সাপোর্ট নিতে পারেন। আমাদের এই সাজেশনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভূলবেনা। ধন্যবাদ।

