বর্তমানে আধুনিক যুদে নিজেকে স্মার্ট করা অত্যন্ত জরুরী। আপনার অভিজ্ঞতাকে আরও গভীর করতে আমরা শুরু করেছি Md Word এ ফ্রি কোর্স। এই কোর্সে আপনি নিজেকে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ করে তুলতে পারবেন।
Md Word ব্যবহার করার জন্য আমাদের প্রথমে Microsoft Office Application টি ডাউনলো করতে হবে। নিচে আমরা ডাউনলোডের পদ্ধতি আলোচনা করেছি।
সারাংশঃ
- Life Master VK 1st Class
- Ms word download free online
- md word auto corrections off
- এমএস ওয়ার্ড পরিচিতি
আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা Md word file অপশন নিয়ে আলোচনা করব। এমএস ওয়ার্ড এর ফাইলে বেশ কিছু অপশন থাকে যেমন-
হোমঃ হোম থেকে আমি কিছু ট্রেমপ্লেট নিতে পারি। এইগুলো আমরা ফ্রিতে ব্যবহার করে পারি। এছাড়াও আমরা রিসেন্ট যে ফাইগুলো ওপেন করেছি এই ফাইলগুলো আমরা হোম থেকে দেখতে পাব এবং সেগুলো আবার পুনরায় ওপেন করতে পারবো। এক কথায় হোম থেকে রিসেন্ট ফাইল, পছন্দের ফাইল এবং কিছু ট্রেমপ্লেট নিয়ে ব্যবহার করতে পারি।
New: নিউ থেকে আমরা ট্রেমপ্লে নিতে পারি এখানে একটি সুবিধা হচ্ছে। এখান থেকে ক্যাটাগরী দেখে ট্রেমপ্লেটগুলো নিতে পারব। আমরা যদি কোন ট্রেমপ্লেট না নিতে তাহলে ব্লাং পেজ নিতে পারব।
Open: ওপেন থেকে আমরা আমাদের পুরোনো ফাউলগুলো ওপেন করতে পারব। যদি ফাইল ওপেন করার জন্য বেশি ব্যবহার করি ডাবল ক্লিক বা ড্রাগ। আপনারা দেখবেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করবেন কাজের সুবিধার্থে।
Info:আমরা যখন কাজ করব তখন আমাদের ইনফোর বেশি প্রয়োজন হয় না। তবে এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব।
Save/Save As: সেভ/ সেভ এ্যাস দুটি একইভাবে কাজ করে। ধরুন আমরা পুরোনো কোনো একটা ফাইল ওপেন করেছি। বা ফাইটি কোন এক ড্রাইভে সেভ আছে। আমরা সেই ফাইটাতে কিছু আপডেট করে আবার সেভ করব।
এক্ষেত্রে আমরা যদি চাই আমাদের আগের ঐ ফাইলটা পরিবর্তন হয়ে বর্তমানের ফাইলটা ঐ একই জায়গায় সেভ থাকুক তাহলে, আমরা সেভ করতে পারি। আর যদি চাই যে, আগের ফাইলটা আগের অবস্থায় থাকবে এবং আপডেট করা ফাইলটা নতুনভাবে সেভ করব। তাহলে, আমরা সেভ এ্যাস করব।
এবং নতুন কোন লোকেশনে সেভ করতে চাই দেখিয়ে দিব। আমরা যখন কাজ করব। তখন এই বিষয়েটি আরও ক্লিয়ার বুঝতে পারব। এটা নিয়ে চাপ নেওয়ার প্রয়োজন নাই।
Print: প্রিণ্ট এটা শুধুমাত্র যারা প্রিণ্টার ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য হবে। আমরা এটাকে পিডিএফ করার জন্যও ব্যবহার করতে পারি। সেজন্য প্রিণ্টে গিয়ে প্রিণ্টার মাইক্রোসফট প্রিণ্ট টু পিডিএফ দিয়ে প্রিণ্ট দিব। দিলে আমাদের হার্ড ড্রাইভে নিয়ে যাবে এবং লোকেশন দিতে বলবে। লোকেশন দিয়ে ফাইটি পিডিএফ আকারে সেভ হবে।
Share: শেয়ার এর মাধ্যমে আমাদের তৈরী করা ফাইটি আমরা শেয়ার করতে পারি খুব কম সময়ে। কিন্তু আমরা এটা ব্যবহার করব না। আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন।
Export: এটি গুরুত্বপূর্ণ সেভ/সেভ এ্যাসে আমাদের প্রয়োজনীয় ফরমেটে ফাইল সেভ করতে না পারলে আমরা এক্সপোর্ট করে আমাদের পছন্দের ফরমেটে ফাইটিকে সেভ করতে পারি।
Close: ক্লোস করে আমরা এমএস ওয়ার্ড এর সমাপ্ত ঘোষনা করতে পারি।
Account: একাউন্ট এটিতে আমাদের কোনো কাজ নেই। এখানে শুধু ওয়ার্ড একটিভ আছে কিনা সেটা দেখতে পারবো।
Options: অপশন থেকে আমাদের ওয়ার্ড সফটওয়্যারকে আমরা কাস্টামাইজ করে নিতে পারব। কাস্টমাইজ নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। এখানে আমরা একটা বিষয়ে নিয়ে আলোচনা করব। অপশনে যাওয়ার পর আমরা
Proofing এ ক্লিক করব এবং ক্লিক করলে অটো কারেকশন পাব। অটো কারেকশনের টিকমার্ক করা সকল টিকমার্ক তুলে দিব। যদি আমাদের বাংলা টাইপের প্রয়োজন হয়। টিকমার্ক তুলে না দিলে আমাদের বাংলা টাইপে সমস্যা হবে যেমন- আমাদের টাইপ করা বানানগুলো অটো কারেকশন করে ভুল করে দিবে। তাই আমরা টিকমার্কগুলো তুলে দি।
এটা আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে Md Word ফ্রিতে ডাউনলোড ও একটিভ করতে হয় ভিডিওটি দেখতে পারেন।
এই পেষ্টের সকল বিষয় ভিডিওতে দেখতে: ক্লিক করুন।
Md Word এর যেকোন প্রশ্ন আমাদের করতে পারে। এজন্য আমাদের ওয়েব সাইটে লাইভ সাপোর্ট নিতে পারেন। কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মনে রাখনে আপনাদের সমস্যার সমাধান দিতে আমরা সব সময় প্রস্তুত থাকি।
#Life Master_Vk #Ms_word_Titurial_Bangla

