মানুষ মানুষের জন্য

Life Master VK
1

 


ঢাকার পাশের এক ছোট্ট শহরে রফিক নামে একজন দিনমজুর থাকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খেটে যা আয় করে, তা দিয়ে কোনো রকমে তার পরিবার চলে।

কিন্তু হঠাৎ করে বাজারে দ্রব্যমূল্যের দাম ভয়াবহভাবে বেড়ে গেল। চাল, ডাল, তেল—সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল।
রফিক সারাদিন কাজ করেও এক কেজি চাল কিনতে হিমশিম খায়। ঘরে তার স্ত্রী আর দুই ছোট বাচ্চা ক্ষুধার্ত হয়ে তাকিয়ে থাকে।

একদিন বাজার থেকে ফেরার পথে রফিক দেখে, এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তার পাশে বসে কাঁদছে। ভিক্ষুক বলল—
“বাবা, দুই দিন হলো কিছু খাই নাই, ভিক্ষায় কিছুই পাই না।”

রফিকের হাতে ছিল মাত্র এক কেজি চাল। নিজের বাচ্চাদের কথা মনে করে সে থমকে দাঁড়াল। মনে মনে ভাবল,
“এই চাল যদি দেই, আমার পরিবার না খেয়ে থাকবে। না দিলে, এই বৃদ্ধ হয়তো আজকেই না খেয়ে মরবে।”

শেষ পর্যন্ত রফিক চোখের পানি চেপে ধরে, আধা কেজি চাল বৃদ্ধকে দিয়ে দিল।
বৃদ্ধ কাঁপা গলায় বলল—
“আল্লাহ তোমাকে বরকত দিক বাবা। তোমার বাচ্চাদের জীবন সুখী হোক।”

রাতের বেলা রফিকের ঘরে কম খাবার হলেও, তার মন ভরে ছিল শান্তিতে। কারণ সে বুঝলো—
একটা পরিবার ক্ষুধার্ত থাকলেও, আরেকটা জীবন তার কারণে বেঁচে গেছে।


শিক্ষণীয় কথা:

 আজকের বাংলাদেশে সবার জীবন কষ্টে ভরা। কিন্তু আমরা যদি একটু ভাগাভাগি করি, তাহলে হয়তো অনেক ক্ষুধার্ত মানুষকে বাঁচানো সম্ভব।


👉 “মানুষ মানুষের জন্য”—এটাই হওয়া উচিত আমাদের আসল শিক্ষা।


#মানুষমানুষেরজন্য #বাংলাদেশ #বাস্তবগল্প #শিক্ষণীয়গল্প #জীবন #StoryOfBangladesh #InspirationBD #FoodCrisis #Humanity

Tags

Post a Comment

1 Comments

Post a Comment
3/related/default