বাংলাদেশ সেনাবাহিনীর পাওয়াফুল MCQ নিয়ে সাজানো হয়েছে আমাদের মডেট টেস্ট-০৩
Bangladesh Air Force নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের দেশে প্রায় ৮০% প্রার্থী বাদ পড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায়। আমাদের এই মডেল টেস্টগুলো রিচার্জ করলে আপনাকে অনলাইন থেকে কোন সাজেশন কিনতে হবে না। চলুন শুরু করি।
১। বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ২৫ মার্চ ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ২৭ মার্চ ১৯৭১
ঘ) ৪ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ঘ
২। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর কোথায় অবস্থিত?
ক) কুর্মিটোলা
খ) সাভার
গ) চট্রগ্রাম
ঘ) মিরপুর
উত্তরঃ ক
৩। বাংলাদেশ সেনাবাহিনীর মোট কতটি ডিভিশন রয়েছে?
ক) ৬
খ) ৭
গ) ১০
ঘ) ১২
উত্তরঃ খ
৪। বিজয় রক্ষণে সক্ষম এটি কোন বাহিনীর স্নোগান?
ক) নৌবাহিনী
খ) বিমান বাহিনী
গ) পুলিশ
ঘ) সেনাবাহিনী
উত্তরঃ ঘ
৫। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীকে কোন দুটি উপাদান রয়েছে?
ক) তরবারি ও পাখি
খ) তরবারি ও পাতা
গ) রাইফেল ও চাকা
ঘ) লাঙল ও তরবারি
উত্তরঃ খ
৬। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?
ক) মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
খ) মেজর জেনারেল মঞ্জুর
খ) মেজর জেনারেল ইব্রাহিম
ঘ) মেজর জেনারেল আনোয়ার হোসেন
উত্তরঃ ক
৭। বাংলাদেশ সেনাবাহিণীতে বিজয় দিবস কখন পালন করা হয়?
ক) ১৬ ডিসেম্বর
খ) ২৬ মার্চ
গ) ২১ ফেব্রুয়ারী
ঘ) ১৫ আগস্ট
উত্তরঃ ক
৮। সেনাবাহিনী দিবস কবে পালন করা হয়?
ক) ২১ নভেম্বর
খ) ১৫ ডিসেম্বর
গ) ২৬ মার্চ
ঘ) ১৬ ডিসেম্বর
উত্তরঃ ক
৯। সেনাবাহিনীর অধীনে সিগন্যাল কোর এর কাজ কী?
ক) অস্ত্র রক্ষণাবেক্ষণ
খ) যোগাযোগ ব্যবস্থা
গ) চিকিৎসা সেবা
ঘ) ট্রিনিং
উত্তরঃ খ
১০। বাংলাদেশ সেনাবাহিনীর মূল প্রতীক কোনটি?
ক) লাল-সবুজ পতাকা
খ) তরবারি ও রাইফেল
গ) পদ্মফুল
ঘ) শাপলা ফুল
উত্তরঃ খ
১১। BMA কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) চট্রগ্রাম
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ
১২। বাংলাদেশ সেনাবাহিনী কবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগহণ শুরু করে?
ক) 1971
খ) 1988
গ) 1992
ঘ) 2001
উত্তরঃ গ
১৩। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য মূল প্রশিক্ষণ কোথায় হয়?
ক) BMA
খ) SSC
গ) ISSB
ঘ) DSA
উত্তরঃ ক
১৪। বর্তমানে সেনাবাহিনীতে কয়টি পদবী স্তর রয়েছে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ গ
১৫। চির উন্নত মম শির- এই উক্তির প্রেক্ষাপট কী?
ক) বঙ্গবন্ধুর ভাষণ
খ) জাতীয় সঙ্গীত
গ) স্বাধীনতা যুদ্ধের স্লোগান
ঘ) জাতীয় প্রতিজ্ঞা
উত্তরঃ খ
১৬। জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান কেমন?
ক) তৃতীয়
খ) দ্বিতীয়
গ) সর্বোচ্চ
ঘ) দশম
উত্তরঃ গ
১৭। বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা ব্রিজ এর নিরাপত্তায় কে ছিল?
ক) পুলিশ বাহিনী
খ) RAB
গ) সেনাবাহিনী
ঘ) নৌবাহিনী
উত্তরঃ গ
১৮। সেনাবাহিনীর সিগনাল কোর এর কাজ কী?
ক) অস্ত্র তৈরী
খ) খাদ্য সরবরাহ
গ) যোগাযোগ ব্যবস্থা
ঘ) চিকিৎসা
উত্তরঃ গ
১৯। সেনাবাহিনীর মোট শাখা কয়টি?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ১০
উত্তরঃ গ
২০। বাংলাদেশ সেনাবাহিনী কখন জাতিসংঘ শান্তিরক্ষায় প্রথম অংশ নেয়?
ক) 1990
খ) 1991
গ) 1992
ঘ) 1995
উত্তরঃ গ
২১। সেনাবাহিনী Operation Uttroron কোথায় পরিচালনা করেছিল?
ক) পার্বত্য চট্রগ্রাম
খ) ঢাকা শহর
গ) কক্সবাজার
ঘ) রংপুর
উত্তরঃ ক
২২। সেনাবাহিনীর EME শাখার কাজ কী?
ক) প্রযুক্তি উন্নয়ন
খ) যোগাযোগ
গ) চিকিৎসা
ঘ) ইঞ্জিনিয়ারিং রক্ষণাবেক্ষণ
উত্তরঃ ঘ
২৩। বাংলাদেশ সেনাবাহিনী কত সালে স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধে অংশ নেয়?
ক) 1952
খ) 1965
গ) 1971
ঘ) 1975
উত্তরঃ গ
২৪। BMA তে একজন ক্যাডেটের প্রশিক্ষণ কত মাসের হয়?
ক) ৬ মাস
খ) ১ বছর
গ) ২ বছর
ঘ) ৩ বছর
উত্তরঃ গ
২৫। একটি দেশ একটি বাহিনী একটি লক্ষ্য- কোন বাহিনীর স্লোগান?
ক) নৌবাহিনী
খ) পুলিশ
গ) RAB
ঘ) বাংলাদেশ সেনাবাহিনী
উত্তরঃ ঘ
২৬। Army Medical Corps এর দায়িত্ব কী?
ক) রোগ নির্ণয়
খ) যোদ্ধা প্রশিক্ষণ
গ) চিকিৎসা সেবা
ঘ) অস্ত্র পরিচালনা
উত্তরঃ গ
২৭।সেনাবাহিনীর স্থায়ী সদর দফতর কোথায়?
ক) ঢাকা সেনানিবাস
খ) কুর্মিটোলা
গ) রাজেন্দ্রপুর
ঘ) চট্রগ্রাম সেনানিবাস
উত্তরঃ ক
২৮। ISSB এর পূর্ণরূপ কী?
ক) International Security Selection board
খ) Inter Service Selection Board
গ) Internal Student Screening board
ঘ) International school of security and battle
উততরঃ খ
২৯। সেনাবাহিনীর সাপোর্ট শাখা বলতে বোঝায়?
ক) সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী
খ) চিকিৎসা, যোগাযোগ, রক্ষনাবেক্ষণ ইত্যাদি
গ) প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) প্রশাসনিক কর্মকতা
উত্তরঃ খ
৩০। BMA Long Course সাধারণত প্রতি বছর কয়বার নেওয়া হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ খ
৩১। সেনাবাহিনীর Infantry শাখা কী কাজ করে?
ক) বিমান হামলা
খ) স্থল যুদ্ধ
গ) জাহজাজ নির্মাণ
ঘ) মেডিকেল রিসার্চ
উত্তরঃ খ
৩২। কোন বাহিনী JCO পদ ব্যবহার করে?
খ) পুলিশ
খ) বিমান বাহিনী
গ) সেনাবাহিনী
ঘ) বিজিবি
উত্তরঃ গ
৩৩। সেনাবাহিনীতে Office Cadet বলতে বেঝায়?
ক) যুদ্ধরত সৈনিক
খ) প্রশাসনিক কর্ম চারী
গ) প্রশিক্ষণরত ভবিষ্যৎ অফিসার
ঘ) ডাক্তার
উত্তরঃ গ
৩৪। Sainik বলতে কি বোঝায়?
ক) কনস্টেবল
খ) সিভিল কর্মচারী
গ) সাধারণ সৈনিক
গ) লেফটন্যান্ট
উততরঃ গ
৩৫। সেনাবাহিনী কত সালে পুর্ণাঙ্গ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে?
ক) 1972
খ) 1975
গ) 1978
ঘ) 1981
উত্তরঃ ক
৩৬। বাংলাদেশে সেনাবাহিনীর প্রথম সেনা প্রধান কে ছিলেন?
ক) জেনারেল মইন
খ) কে এম সফি উল্লাহ
গ) জেনারেল হারুন
ঘ) জেনারেল আজিজ
উত্তরঃ খ
৩৭। সেনাবাহিনীর Engineers corps মূলত কী কাজ করে?
ক) রাস্তাঘাট ও অকাঠামো তৈরী
খ) অস্ত্র উন্নয়ন
গ) মেডিকেল টেস্ট
ঘ) IT Support
উত্তরঃ ক
৩৮। সেনাবাহিনী Operation Clean Heart কবে পরিচালিত করে?
ক) 1995
খ) 2001
গ) 2002
ঘ) 2006
উত্তরঃ গ
৩৯। BMA এর পুরোনো নাম কি ছিল?
ক) Officers Training School
খ) Army Training Camp
গ) Military Academy Bangladesh
ঘ) Defense Cadet School
উত্তরঃ ক
৪০। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কতটি প্রধান শাখা রয়েছে?
ক) ৩
খ) ৫
গ) ৭
ঘ) ১১
উত্তরঃ ঘ
৪১। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর মূল দায়িত্ব কী?
ক) চিকিৎসা সেবা
খ) সামরিক অবকাঠামো নির্মাণ
গ) প্রশিক্ষণ
ঘ) খাদ্য সরবরাহ
উত্তরঃ খ
৪২। আর্মড কোর কোন ধরনের অপারেশনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত?
ক) নৌ অপারেশন
খ) আকাশ অফিযান
গ) সাঁজোয়া যান ও ট্যাক যুদ্ধ
ঘ) ত্রাণ বিতরণ
উত্তরঃ গ
৪৩। সেনাবাহিনীর সিগনাল কোর মূলত কী কাজ করে?
ক) অস্ত্র পরিচালনা
খ) যোগাযোগ রক্ষা ও স্থাপন
গ) সীমান্ত টহল
ঘ) প্রশিক্ষণ নিরীক্ষণ
উত্তরঃ খ
৪৪। সেনাবাহিনীর কোন শাখা যুদ্ধের সময় আহত সেনাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে?
ক) ইঞ্জিনিয়ার কোর
খ) সিগনাল কোর
গ) মেডিকেল কোর
ঘ) ইনফ্যন্ট্রি
উত্তরঃ গ
৪৫। অর্ডন্যান্স কোর এর মূল কাজ কী?
ক) অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ
খ) গোয়েন্দা সংগ্রহ
গ) অবকাঠামো নির্মাণ
ঘ) রেডিও সিগনাল প্রেরণ
উত্তরঃ ক
৪৬। সেনাবাহিনীর মিলিটারী পুলিশ এর দায়িত্ব কী?
ক) প্রশাসনিক কাজ
খ) অন্যান্য বাহিনীর তদারকি
গ) সেনাবাহিনীর অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা
ঘ) যুদ্ধ পরিচালনা
উত্তরঃ গ
৪৭। কোন শাখাটি সেনাবাহিনীতে ধর্মীয় ও নৈতিক দিক থেকে সহায়তা প্রদান করে?
ক) ইনফ্রন্ট্রি
খ) ইঞ্জিনিার কোর
গ) চ্যাপলিন সার্ভিস
ঘ) লজিস্টক কোর
উত্তরঃ গ
৪৮। লজিস্টিক কোর এর প্রধান কাজ কী?
ক) যন্ত্রপাতি মেরামত
খ) যোগাযোগ স্থাপন
গ) সশস্ত্র যুদ্ধ
ঘ) গোয়েন্দা কার্যক্রম
উত্তরঃ ক
৪৯। সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এর দায়িত্ব কী?
ক) অস্ত্র উৎপাদন
খ) মাসরিক গোয়েন্দা সংগ্রহ
গ) যন্ত্রপানি রক্ষণাবেক্ষণ
ঘ) রসদ সরবরাহ
উত্তরঃ খ
৫০। কোন কোরটি সামরিক পোশাক ও সরঞ্জাম তৈরী ও সরবরাহের সঙ্গে যুক্ত?
ক) লজিস্টিক কোর
খ) অর্ডন্যান্স কোর
গ) ইঞ্জিনিয়ার কোর
ঘ) সিগনাল কোর
উত্তরঃ খ
৫১। বাংলাদেশ সেনাবাহিনীর কতটি কমান্ড রয়েছে?
ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি
উত্তরঃ খ
৫২। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) রংপুর
খ) চট্রগ্রাম
গ) ঢাকা
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ
৫৩। BMA এর পূর্ণরুপ কী?
ক) Bangladesh Medical Academy
খ) Bangladesh Military Academy
গ) Bangladesh Maritime Association
ঘ) Bangladesh Mission Academy
উত্তরঃ খ
৫৪। সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রাথমিক প্রশিক্ষণ হয়-
ক) রংপুরে
খ) বাংলাদেশ মিলিটারি একাডেমিতে
গ) ক্যান্টনমেন্ট স্কুলে
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ে
উত্তরঃ খ
৫৫। বাংলাদেশ সেনাবাহিনী কবে জাতিসংঘ মিশনে প্রথম অংশ নেই?
ক) 1988
খ) 1992
গ) 1995
ঘ) 2000
উত্তরঃ খ
৫৬। বর্তমানে (২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কেন?
ক) জেনারেল আজিজ আহমেদ
খ) জেনারেল এসএম শফি উদ্দিন আহমেদ
খ) জেনারেল হারুন উর রশীদ
ঘ) মেজর জেনারেল হুমায়ুন কবীর
উত্তরঃ কমেন্ট করে জানান
৫৭। সেনাবাহিনীর সবচেয়ে বড় কনটিনজেন্ট পাঠানো হয় কোন মিশনে?
ক) হাইতি
খ) কঙ্গো
গ) দক্ষিণ সুদান
ঘ) সিয়েরা লিওন
উত্তরঃ খ
৫৮। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং এবং ডকট্রিন কমান্ড কোথায়?
ক) বগুড়া
খ) গাড়ীপুর
গ) মিরপুর
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ
৫৯। সেনাবাহিনী দিবস পালন করা হয়-
ক) ২১ নভেম্বর
খ) ২৬ মার্চ
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ১ জুলাই
উত্তরঃ ক
৬০। একটি ব্যাটালিয়নের কমান্ড কে দেয়?
ক) কর্নেল
খ) ব্রিগেডিয়ার
গ) লেফটেন্যান্ড
ঘ) মেজর জেনারেল
উত্তরঃ ক
৬১। জাতিসংঘ মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদান কেমন?
ক) গড়পড়তা
খ) তুলনামূলক কম
গ) সবচেয়ে বেশি
ঘ) নেই
উত্তরঃ গ
৬২। বাংলাদেশ কোন সালে শান্তিরক্ষা মিশনে গার্ড অব অনার পায়?
ক) 2002
খ) 2005
গ) 2014
ঘ) 2018
উত্তরঃ গ
৬৩। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিকেরা কিসে প্রশিক্ষণপ্রাপ্ত?
ক) পারমাণবিক অস্ত্র
খ) যুদ্ধবিমান
গ) শান্তিরক্ষা
ঘ) নৌ অভিযান
উত্তরঃ গ
৬৪। বাংলাদেশ সেনাবাহিনী কোন বাহিনীর অধীনে আন্তর্জাকিত মিশনে যায়?
ক) ন্যাটো
খ) ইউরোপিয়ান ইউনিয়ন
গ) জাতিসংঘ
ঘ) ওআইসি
উত্তরঃ গ
৬৫। সেনাবাহিনীর নারী অফিসাররা কোন পর্যায়ে অংশগ্রহণ করেছেন?
ক) কেবল প্রসাশনিক
খ) শুধু প্রশিক্ষণ
গ) সক্রিয় মিশন
ঘ) কেবল নন-কমিশন্ড
উত্তরঃ গ
৬৬। শান্তরক্ষা মিশনে অংশগ্রহণের ফলে বাংলাদেশ কী অর্জন করেছে?
ক) যুদ্ধ বিমান
খ) উন্নয়ন সাহায্য
গ) আন্তর্জাতিক সম্মান
ঘ) রাজনৈতিক সম্পর্ক
উত্তরঃগ
৬৭। বর্তমানে সেনাবাহিনীর কত শতাংশ সদস্য জাতিসংঘ মিশনে কর্মরত?
ক) ২
খ) ৮
গ) ১০
ঘ) ১৫
উত্তরঃ গ
৬৮। আন্তার্জাতিক মিশনে অংশগ্রহণের ক্ষেত্রে সেনাবাহিনীর মূলনীতি কী?
ক) দমননীতি
খ) আক্রমণনীতি
গ) শান্তিরক্ষা
ঘ) আধিপত্য
উত্তরঃ গ
৬৯। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কোথায় কাজ করেন বেশি?
ক) ব্যাংকে
খ) বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে
গ) শিক্ষাপ্রতিষ্ঠানে
ঘ) রাজনৈতিক দলে
উত্তরঃ খ
৭০। বলু হেলমেট কাদের নির্দেশ করে?
ক) নৈৗবাহিনী
খ) বিমানবাহিনী
গ) জাতিসংঘ শান্তিরক্ষা
ঘ) আদাসামরিক বাহিনী
উত্তরঃ গ
৭১। সেনাবাহিনীর অধীনে কতটি প্রিগেড রয়েছে?
ক) ২০
খ) ৩৪
গ) ৪৫
ঘ) ৫০
উত্তরঃ খ
৭২। BMA তে ক্যাডেটদের মোট প্রশিক্ষণ মেয়াদ কত?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৬ মাস
ঘ) ৩ বছর
উত্তরঃ খ
৭৩। বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ২৬ মার্চ ১৯৭১
খ) ২১ নভেম্বর ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ) ১৯৭২
উত্তরঃ খ
৭৪। বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি কীভাবে হয়?
ক) ভোটের মাধ্যকে
খ) বেতন বৃদ্ধির মাধ্যমে
গ) মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে
ঘ) বয়সের ভিত্তিতে
উত্তরঃ গ
৭৫। সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং কোথায় হয়?
ক) রংপুর
খ) বান্দরবান
গ) মিরপুর
ঘ) খুলনা
উত্তরঃ খ
৭৬। অফিসার ক্যাডেটদের মূল কোর্স কী?
ক) অফিস ম্যানেজমেন্ট
খ) লিডারশিপ এবং ট্যাকটিক্স
গ) পাবলিক স্পিকিং
ঘ) অস্ত্র চর্চা
উত্তরঃ খ
৭৭। সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বয়সসীমা কত?
ক) ১৬-২০
খ) ১৮-২৫
গ) ২০-৩০
ঘ) ২১-২৮
উত্তরঃ ক
৭৮। সেনাবাহিনীর প্যারাশুট ট্রেনিং কোথায় হয়?
ক) যশোর
খ) খুলনা
গ) রংপুর
ঘ) রাজশাহী
উত্তরঃ ক
৭৯। সেনাবাহিনীর নীতিবাক্য কী?
ক) আত্মত্যাগ
খ) সংগ্রাম
গ) মর্যাদা ও শৃঙ্খলা
ঘ) বিজয়
উত্তরঃ গ
৮০। সেনাবাহিনীর সেবা মূলত কিসের উপর ভিত্তি করে?
ক) লাভ
খ) ব্যবসা
গ) জাতির প্রয়োজনে
ঘ) আন্তর্জাতিক সুনাম
উত্তরঃ গ
৮১। ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে?
আপনারা কমেন্ট করে জানান এই উত্তর কি হবে?
৮২। বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫ সালে কোন নতুন রেজিমেন্ট সংযুক্ত করেছে?
ক) ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন
খ) সাইবার ওয়ারফেয়ার ইউনিট
গ) কমানআড ইউনিট
ঘ) মেডিকেল কোর
উত্তরঃ খ
৮৩। সেনাবাহিনী কোন বাহিনীর অধীনে কাজ করে?
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ) পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ খ
৮৪। সেনাবাহিনীতে নতুন ড্রোন ইউনিট চালু করা হয়েছে কেন?
ক) যুদ্ধ বিমানের জন্য
খ) বন্যা পর্যবেক্ষণের জন্য
গ) সাইবার যুদ্ধের জন্য
ঘ) নজরদারির ও গোয়েনদা কার্যক্রমের উন্নয়ন
উত্তরঃ ঘ
৮৫। ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ মহড়া করেছে?
ক) চীন
খ) ভারত
গ) তুরুস্ক
ঘ) সৌদি আরব
উত্তরঃ খ
৮৬। বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়নে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে?
ক) সব সৈনিককে ট্যাব দেওয়া হয়েছে
খ) ডিজিটাল রিকুরুটমেন্ট সিস্টেম চালু
গ) AI সেন্সর বসানো
ঘ) ফিজিক্যাল ফাইল বাতিল
উত্তরঃ খ
৮৭। ২০২৪ সালের শেষ নাগাদ কতটি ডিভিশনে ভাগ করা হয়েছে সেনাবাহিনীকে?
ক) ৭
খ) ৯
গ) ৬
ঘ) ৫
উত্তরঃ খ
৮৮। বাংলাদেশশ সেনাবাহিনীর সাম্প্রতিক প্রশিক্ষণ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কোনটা?
ক) শারীরিক ফিটনেস
খ) কুচ৮কাওয়াজ
গ) প্রযুক্তিগতওয়াজ
ঘ) গান রেঞ্জ
উত্তরঃ গ
৮৯। ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় নতুন ক্যাম্প স্থাপন করেছে?
ক) রাঙ্গামাটি
খ) বরিশাল
গ) নোয়াখালি
ঘ) কুড়িগ্রাম
উত্তরঃ খ
৯০। কোনটি সেনাবাহিনীর আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদাহরণ?
ক) ট্যাঙ্ক
খ) স্মার্ট ইউনিফরর্ম
গ) লোডার ট্রাক
ঘ) প্যারেড গ্রাউন্ড
উত্তরঃ খ
৯১। সেনাবাহিনী সম্প্রতি কোন ক্ষেত্রে নারী নিয়োগ বাড়িয়েছে?
ক) পদাতিক
খ) সিগন্যাল কোর
গ) কমান্ডো
ঘ) ইঞ্জিনিয়ার
উত্তরঃ খ
৯২। ২০২৫ সালে কোনটি সেনাবাহিনীর নতুন কর্মসংস্থান প্রাগ্রাম?
ক) গ্রাম উন্নয়ন
খ) নতুন প্রজন্ম প্রশিক্ষণ
গ) মোবাইল ব্যাংকিং
ঘ) কৃষি সহায়থা
উত্তরঃ খ
৯৩। বাংলাদেশ সেনাবাহিনী UN মিশনে কততম দেশ হিসেবে অবদান রাখছে ২০২৫ অনুযায়ী?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৫ম
উত্তরঃ ক
৯৪। কোন প্রতিষ্ঠানে সেনাবাহিনীর সরঞ্জান উৎপাদন করে?
ক) সেনা মাল্টিপারপাস সোবাইটি
খ) বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি
গ) আর্মি শপ
ঘ) মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি
উত্তরঃ খ
৯৫। কোন প্রতিষ্ঠান সেনাবাহিনীর হেলিকপ্টার পরিচালনা করে?
ক) এয়ারফোর্স
খ) আর্মি অ্যাভিয়েশন
গ) বিডিআর
ঘ) নেভি
উত্তরঃ খ
৯৬। সেনাবাহিনী সম্প্রতি কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে?
ক) গ্লোবাল পিস অ্যাওয়ার্ড
খ) শান্তি পদক
গ) ইউনেস্কো পদক
ঘ) রেডক্রস হিডম্যানিটি মেডেল
উত্তরঃ ক
৯৭। কোন প্রযুক্তি ব্যবহার করে সেনাবাহিনী সীমান্তে নজরদারি করছে?
ক) ট্রান্সমিটার
খ) ড্রোন
খ) রেডিও
ঘ) লেজার
উত্তরঃ খ
৯৮। বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর কোন দিবস পালন করে?
ক) বিজয় দিবস
খ) সেনাবাহিনী দিবস
গ) স্বাধীনতা দিবস
ঘ) পিসকিপিং ডে
উত্তরঃ খ
৯৯। সেনাবাহিনীর উন্নয়নের অং হিসেবে Army Welfare Trust কী করে?
ক) স্কুল পরিচালনা
খ) ফ্যাক্টরি চালায়
গ) আর্থিক সহায়থা দেয়
ঘ) ফার্মিং করে
উত্তরঃ গ
১০০। সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে?
ক) অস্ত্র উন্নয়ন
খ) জনবল বৃদ্ধি
গ) প্রযুক্তি ও প্রশিক্ষণ
ঘ) কুচকাওয়াজ
উত্তরঃ গ
আমাদের এই সাজেশনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও মৌখিক পরীক্ষ সহযোগীতা করতে পারে। আমাদের আরও সাজেশনগুলো পেতে ভিজিট করুন।
#Bangaldesh_Air_Force_Jobs_Suggestions

.jpg)