সব সময় মায়েদের মনে একটা বিষয় ঘুরপাক খায়, সেটা হলো আমাদের সন্তান ঠিকমতো দুধ পাচ্ছে তো। মায়ের সাথে সাথে পরিবারের লোকজন ও চিন্তায় থাকে।
এই চিন্তুর সমাপ্ত করতেই আজকের এই ব্লগের আয়োজন করা। চলুন আমরা ধীরে ধীরে জানি কিভাবে বুঝবো শিশু মায়ের বুকের দুধ ঠিকমতো পাচ্ছে কিনা।
এই ব্লগে ক্লিয়ার ধারনা পাবেন।
১। আপনার শিশু বুকের দুধ পাচ্ছে কিনা?
২। আপনার শিশুকে গরুর দুধ খাওয়ানোর প্রয়োজন আছে কিনা?
৩। শিশুর পেট ভরানের জন্য কোন ফর্মুলা ব্যবহার করবেন কিনা?
৪। শিশু পেট ভরে খাচ্ছে কিনা?
৫। শিশুর প্রসাব ঠিকমতো হচ্ছে কিনা?
৬। সন্তান জন্মের স্তনে সমস্যা হলে করণীয়?
মায়েরা শিশুকে দুধ খাওয়ানোর সময় লক্ষ করবেন, দুধ খাওয়ার সময় গাল গোল হয়েছে কিনা। যদি গোল হয় তাহলে বুঝবেন। শিশু ঠিকমতো দুধ পাচ্ছে।
শিশু দুধ পান করার সময় মায়েরা শিশুর শরীরে লক্ষ করবেন। শিশুর শরীর শিথিল হয়েছে কিনা। যদি শিথিল হয়। তাহলে, বুঝবেন দুধ ঠিকমতোই পাচ্ছে।
শিশু দুধ খেতে খেতে একটা সময় শিশুর যখর পেট ভরে যাবে। তখন লক্ষ করবেন শিশু নিজে থেকেই স্তন থেকে মুখ সরিয়ে নিবে।
মেয়েদের স্তনে ব্যথা হলে করণীয় কী? - Health Tips
মুখ সরিয়ের দেওয়ার দেখবেন শিশুর মুখ ভেজা আছে কিনা। যদি শিশুর মুখ ভেজা থাকে তাহলে বুঝবেন শিশু পেট ভরে খেয়েছে।
দুধ দেওয়ার সময় মায়েরা খেলায় করবেন। যদি এসব না হয় তাহলে, বুঝতে শিশু ঠিকমোত দুধ পাচ্ছে না। করণীয়ঃ লক্ষ করুর শিশু সঠিক ভঙ্গিতে দুধ খাচ্ছে কিনা। মায়ের স্তন শিশু স্পর্শছে কিনা এবং দুধের বোটা সঠিকভাবে শিশুর মুখের ভিতরে আছে কিনা।
এই বিষয়গুলো ঠিক থাকার পর যদি দেখতে পান। মায়ের স্তনে ক্ষত সৃষ্টি বা শিশুর অসুস্থতা দেখা দিচ্ছে। তাহলে, বুঝতে হবে শিশুর দুধ সেবনে সমস্যা হতে পারে। এজন্য আপনার করণীয়- দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা।
মনে রাখার বিষয়ঃ
শিশু ছোট তাই ওর পেট ও ছোট হবে এটাই স্বাভাবিক। শিশুকে একবারে বেশি করে খাওয়ানোর চেষ্ঠা করবে না। অল্প করে দুধ খাওয়ায় শিশুকে বাবার ক্ষিদে লাগে। আপনার করণীয়ঃ শিশুকে দুধ খাওয়ানো শুরু করার পর যতক্ষণ খায় খেতে দিন। একবার মুখ সরিয়ে নিলে আর জোর করবেন না। অবশ্যই অল্প অল্প করে বাবার খাওয়াতে হবে।
শিশুকে ঠিকঠাক দুধ খাওয়াতে পারছেন কিনা সেটা কিভাবে বুঝবেনঃ এটা বুঝায় উপায় হলো শিশুর প্রসাব দেখে। জন্ম নেওয়ার ৩-৪ পর থেকেই শিশু সাধারণত ৮ বারের বেশি প্রসাব করে। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে। আর একটা কথা প্রথম ১ বা ২ দিন মায়ের বুকে দুধের পরিমাণ কম থাকতে পারে যার কারণে শিশুর প্রসাব ও কম হতে পারে এটা স্বাভাবিক।
মায়ের দুধ শিশুর একমাত্র খবার তাই অন্য ফর্মুলা ব্যবহার না করে বুকের দুধ সেবন করান। মনে রাখবেন মায়ের দুধেই শিশু চাহিদা মিটবে। এক স্তনের দুধ খাওয়ানোর পর অন্য স্তনের দুধ খেতে দিন।
অন্য ফর্মুলা ব্যবহার করে শিশুর পেট ভরাতে পারবেন কিন্তু শিশুর পুষ্টির চাহিদা মেটাতে নাও পারেন। তাই সঠিকভাবে মায়ের দুধ সেবন করাতে পারলে তাতেই বেড়ে উঠবে আপনার শিশু।
যেকোন সমস্যায় আমাদের লাইভ সাপোর্ট নিতে পারেন। কিংবা আমাদের অন্যান্য সোস্যাল মিডিয়া ফলো করতে পারেন। ধন্যবাদ।

