২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা - Education-notice

Life Master VK
0

 

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা - Education-notice

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো না মানলে আপনার না বৃত্তির তালিকায় থাকার সত্বেয় তালিকা থেকে ছিটকে পড়তে পাবেন। নিচে আমরা আমরা আলোচনা করছি।


উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বিজ্ঞান, মানবি ও ব্যবসায় শিক্ষা বিভাগে তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি প্রদান করা হলো। সরকারি নিয়ম  ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তি তালিকা প্রণয়ন করা হয়েছে।


শর্তাবলীঃ-

১। ক) বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে এবং প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকের প্রধান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে বৃত্তির টাকা উত্তোলন করবে। বৃত্তির মেয়াদ ২০২৪ সালের জুলাই মাস হতে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত।


খ) সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


গ) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে।


ঘ) এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাত নির্ধারিত। প্োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।


শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি জরুরি নির্দেশাবলি - Dhaka Education board Notice


২। বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত নয় এমন কেনা শিক্ষা প্রতিষ্ঠানে িএ বৃত্তি কোক্রমেই কার্যকর হবে না। কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষাথী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠবিরতি (ব্রক অব ষ্টাডি) হিসেবে গণ্য হবে।


৩। সকল বৃত্তিই কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারে এবং নীতিমোলা অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করা হবে। কোন ভাবেই অনিয়মিত শিক্ষাথী বৃত্তি পাবে না।


৪। সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ ভাল করবে। সরকার অনমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে কোন মাসিক বেতন দাবী করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবী করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


৫। কোন কারণে অর্থ বছরের নির্ধারিত সময় পার হয়ে গেছে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অনুমোদনক্রমে সর্বোচ্চ এক বছরের তমাদি (বকেয়া) বৃত্তি প্রদান করা যাবে।


৬। মেধাবৃত্তি ও সাধারণবৃত্তির হাসিক হার, এককালীন অনুদান এবং সময়সীমা নিম্নরূপঃ
    মেধাবৃত্তিঃ মাসিক হার- ৮২৫ টাকা এবং এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ টাকা, কোর্সের মেয়াদ     পর্যন্ত।


    সাধারণবৃত্তিঃ মাসিক হার- ৩৭৫ এবং এককালীন অনুদান (বাৎসরিক) ৭৫০ টাকা, মেয়াদ একই।


মূল সার্টিফিকেট, নম্বরপত্র অথবা ট্রান্সক্রিপ্ট সংশোধন করার সহজ উপায় - Life Master VK


৭। বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্কৃত অর্থ G2p পদ্ধতিতে EFT  এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরনের নিমিত্তে বাংলাদেশ তফসীলভুক্ত অনলােইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে।


৮। বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী ছাড়পত্র নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তৎক্ষনাঃ প্রতিষ্ঠান দুটির প্রধানগণ বৃত্ িবদলির ব্যাপারে নিম্নলিখিত তথ্যাদিসহ মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে হবে, অন্যাথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে সংশ্লিষ্ট বৃত্তির টাকা সময়মত উত্তোলন করা না গেয়ে সে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবে।


বৃত্তি বদলীর বিষয়ে  প্রেরিতব্য তথ্যঃ

    ক) বৃত্তির টাকা উত্তোলন ও প্রদান সমপর্কীয় পূর্ণ বিবরণ,


    খ) যে বোর্ড হতে বৃত্তি দেয়া হয়েছে তার নাম, বৃত্তির প্রকার এবং যে বিজ্ঞপ্তি মারফৎ বৃত্তি প্রদান করা         হয়েছে তার নম্বর, তারিখ ও পৃষ্ঠা নম্বর সহ বৃত্তির ক্রমিক নম্বর ও সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীর রোল নম্বর।


    গ) পূর্বতন প্রতিষ্ঠান প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত অনুলিপি।


এসএসসি পরীক্ষা এর বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। High School Notice


৯। বিলম্বের ভর্তি, প্রতিষ্ঠান, বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্বোচ্চ ১ বছর পাঠবিরতি পগ্রণযোগ্য। তবে সেক্ষেত্রে বৃত্তি নিয়মিতকরণ বাধ্যতামূলক। মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা অধিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিতকরণ করবে।

১০। বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীগণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত অন্য কোন বৃত্তি গ্রহণ করলে বোর্ড প্রদত্ত বৃত্তি বাতিল বলে গণ্য হবে। সরকারি নির্দেশ অনুযায়ী কোন ছাত্র/ছা্ত্রী একই সাথে এখাধিক বৃত্তি ভোগ করতে পারবেন।


১১। সরকারি আদেশ মোতাবেক বৃত্তি পওয়া যোগ্যতা সর্বনিম্ন বিপিএ ৩.০০। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্ন লিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হছেয়ে।
    ক) সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত ডিপিএ এর ভিত্তিতে ৪র্থ বিষয় ব্যতীত বৃত্তি প্রদান করা হলো।
    খ) একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে                 মেধাক্রমে প্রস্তুত করা হলো।
    গ) ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বর একই হলো পর্যায়ক্রমে বাংলা ও ইংরেজীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে         মেধাক্রমে নির্ধারিত কথা  হলো।
    ঙ) পর্যায়ক্রমে বাংলা ইংরেজী বিষয়ে প্রাপ্ত নম্বর একই হলে সংশ্লিষ্ট বিভাগে বাধ্যতামূলক ২টি বিষয়ে         প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রমে নির্ধারিত করা হলো।


১২। এ বিজ্ঞপ্তিতে অনিচ্ছাকৃত কোন ক্রটি পরিলক্ষিত হলে তা সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। প্রয়োজনবোর্ধে কোন রকম কারণ না দেখিয়ে যে কোন বৃত্তি বোর্ড বাতিল করতে পারে। সে কারণে বৃত্তির টাকা প্রদানের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এই মর্মে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করবেন যে, তার বোর্ডে বৃত্তি সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলতে এবং প্রয়োজন হলে বৃত্তির সম্পুর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে।


নিচে আমরা সম্পুর্ণ ফাইটি শেয়ার করছি। আপনার ডাউনলোড করতে পারবেনঃ ক্লিক করুন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default