ফেসবুক প্রেমের ছ্যাকা – রিদয়ের অসমাপ্ত গল্প

Life Master VK
0

 


রিদয় ছিল একেবারেই সাধারণ ছেলে। পড়াশোনায় মাঝারি, কিন্তু ফেসবুকে ছিল তার আসল রাজত্ব। প্রতিদিন রাতে লাইট বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বসে থাকত।

একদিন নিউজফিড স্ক্রল করতে করতে চোখে পড়ল এক অচেনা মেয়ের প্রোফাইল – সুমাইয়া আক্তার। প্রোফাইল পিকচারে সে সেলফি দিয়েছে, চোখে চশমা, ঠোঁটে হালকা হাসি। রিদয়ের বুকটা কেমন যেন কেঁপে উঠল।

রিদয় সাহস করে একটা Friend Request পাঠাল।

সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। বারবার ফোন আনলক করে দেখছিল – "Accept" করেছে কিনা।

পরের দিন বিকেলে নোটিফিকেশন এল – "সুমাইয়া accepted your friend request."

রিদয়ের চোখ চকচক করে উঠল। মনে হলো – "এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত!"


স্বপ্নের সাইকেল 🚲 | হৃদয়ছোঁয়া অনুপ্রেরণামূলক গল্প


চ্যাটিং শুরু 💬

প্রথমে "Hi" দিয়ে শুরু। ধীরে ধীরে রিদয় প্রতিদিনই সুমাইয়ার সাথে চ্যাট করতে লাগল।

  • সকালে "Good Morning" ☀️

  • রাতে "Good Night" 🌙

সুমাইয়া উত্তর দিত, কখনো হাসির ইমোজি দিত, কখনো স্রেফ এক লাইনের রিপ্লাই। কিন্তু রিদয়ের কাছে সেটাই ছিল আকাশ ভরা তারা।

দিন যত গড়াচ্ছিল, রিদয় ততই আবেগে জড়িয়ে যাচ্ছিল। বন্ধুদের সাথে বসে থাকলেও সে শুধু ফোনে তাকিয়ে থাকত – সুমাইয়া অনলাইন কিনা!


প্রেমের ফাঁদ ❤️

একদিন সাহস করে রিদয় লিখল –
"আমি জানি আমরা কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু আমি তোমাকে ভীষণ পছন্দ করি।"

সুমাইয়া উত্তর দিল –
"হাহা, ছেলেরা এমনিই বলে… তুমি কি সিরিয়াস?"

রিদয় তৎক্ষণাৎ রিপ্লাই করল –
"আমি শুধু সিরিয়াস না, তোমার জন্য সবকিছু করতে পারব।"

এই মেসেজের পর থেকেই রিদয় ভাবতে লাগল – এটাই তার জীবনের প্রেম।


ধাক্কা 🚨

একদিন রিদয় দেখল, সুমাইয়া তার প্রোফাইল পিকচারে অন্য এক ছেলের সাথে ছবি দিয়েছে। ক্যাপশন – "Forever Together ❤️"

রিদয়ের বুকের ভেতরটা হু হু করে উঠল। গলা শুকিয়ে গেল। সে ইনবক্সে লিখল –
"এটা কে?"

সুমাইয়া উত্তর দিল –
"আমার fiancé… আমি তো স্রেফ তোমাকে বন্ধু ভেবেছি।"

রিদয় যেন আকাশ থেকে পড়ে গেল।
যে মেসেঞ্জারে দিন-রাত হাসি ছিল, সেখানেই তার চোখে জল এসে পড়ল।


মানুষ মানুষের জন্য


শিক্ষা 📌

রিদয় বুঝতে পারল –

  • ফেসবুকের প্রোফাইল পিকচার, ইনবক্সের হাসি, প্রতিদিনের "Good Morning" – এগুলো কখনোই আসল সম্পর্ক নয়।

  • ফেসবুক প্রেম খুব সহজে শুরু হয়, আবার হুট করে শেষও হয়ে যায়।

  • আসল সম্পর্কের জন্য শুধু লাইক বা ইমোজি যথেষ্ট নয় – দরকার বিশ্বাস, সামনাসামনি বোঝাপড়া আর বাস্তবতার সাথে মিল।

রিদয় নিজের কষ্টকে শক্তিতে পরিণত করল। পড়াশোনায় মন দিল, নতুন করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে শুরু করল।


#ছ্যাকাখোর #FacebookLove #SadStory #BanglaStory #VKDas #BrokenHeart #OnlineRelationship #LoveStory #BanglaRomanticStory

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default