ছোট্ট সচেতনতা, বড় পরিবর্তন

Life Master VK
0

 

এক বিকেলে রাজীব ক্লাস শেষে বাসে উঠল। গরমে ভ্যাপসা পরিবেশ, বাস ভর্তি লোক। জানালার বাইরে তাকিয়ে হঠাৎ সে দেখল—একটা মোটরবাইক সিগন্যাল ভেঙে ছুটে গেল। বাইক চালক হেলমেট পড়েনি।

রাজীবের মনে প্রশ্ন জাগল—
“আমরা কি আসলেই আইন মানতে চাই না? নাকি মনে করি আইন কেবল বইয়ের পাতায় থাকে?”

তখন পাশে বসা বন্ধু শাহেদ হেসে বলল—
– আরে ভাই, এগুলো বাংলাদেশে নতুন কিছু নাকি? সবাই এভাবেই তো চলে!

রাজীব চুপ করে গেল, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি হলো।


ফেসবুক প্রেমের ছ্যাকা – রিদয়ের অসমাপ্ত গল্প


রাস্তায় ময়লার দৃশ্য

বাস থেকে নেমে রাজীব হেঁটে যাচ্ছিল। একটা রিকশা দাঁড়িয়ে আছে। রিকশাচালক রহিম পান খেয়ে পিকটা সরাসরি রাস্তায় ফেলল। একটু দূরে কয়েকজন দোকান থেকে চিপস কিনে খেয়ে খালি প্যাকেটটা ড্রেনে ছুঁড়ে ফেলল।

রাজীব দাঁড়িয়ে বলল—
– ভাই, এগুলো রাস্তার মধ্যে ফেলছেন কেন? ডাস্টবিন তো পাশে আছে।

রিকশাচালক রহিম বিরক্ত হয়ে বলল—
– আহা, স্যার! এত কথা বলে কি হবে? সবাই তো এভাবেই ফেলে।

রাজীব উত্তর দিল—
– সবাই যদি ভুল করে, আমি কি তাই করব? দেশটা তো আমাদেরই।

এই কথায় রহিম কিছুটা চুপ হয়ে গেল। কিন্তু আবার বলল—
– স্যার, আমাদের টিকে থাকাটাই কষ্ট। ময়লা নিয়ে কে এত চিন্তা করবে?

রাজীব তখন হাসি দিয়ে বলল—
– ভাই, টিকে থাকতে হলে পরিবেশ ভালো রাখতে হবে। নাহলে কাল আপনার সন্তানরা কী শ্বাস নেবে?


স্বপ্নের সাইকেল 🚲 | হৃদয়ছোঁয়া অনুপ্রেরণামূলক গল্প


বাজারের দোকানে

রাজীব বাজারে গেল কিছু কিনতে। দোকানদার সুমন সবকিছু প্লাস্টিকের ব্যাগে ভরে দিল।

রাজীব বলল—
– ভাই, প্লাস্টিকের ব্যাগে না দিয়ে কাগজের ব্যাগে দেন।

সুমন অবাক হয়ে বলল—
– আরে ভাই, এসব কে দেখে! সবাই তো প্লাস্টিক নেয়।

রাজীব শান্তভাবে উত্তর দিল—
– প্লাস্টিক মাটিতে গেলে শত বছরেও নষ্ট হয় না। এতে মাটি, পানি, মাছ—সব নষ্ট হচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, ভবিষ্যতে ভয়াবহ বিপদ হবে।

সুমন কিছুটা চিন্তিত হলো। বলল—
– ঠিক বলেছেন ভাই, কিন্তু সরকার যদি কড়া ব্যবস্থা নিত, তাহলে আমরাও মানতাম।

রাজীব বলল—
– সরকার তো কড়া ব্যবস্থা নেবে, কিন্তু আমরা নিজেরা সচেতন না হলে কিছুই বদলাবে না।


মানুষ মানুষের জন্য


বন্ধুর সাথে তর্ক

রাজীব তার বন্ধু শাহেদকে সব কথা বলল। কিন্তু শাহেদ সবকিছু হাসিতে উড়িয়ে দিল।

– ভাই, তুমি একা দেশ বদলাবে?
– সবাই তো ময়লা ফেলে, সবাই তো ট্রাফিক ভাঙে। তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন?

রাজীব ধৈর্য ধরে বলল—
– একদিন যদি সবাই ভাবে, “আমি একা কিছু করতে পারব না,” তাহলে কেউই করবে না। কিন্তু যদি একজন শুরু করে, ধীরে ধীরে সবাই বদলাবে।


ছোট্ট পরিবর্তনের শুরু

কয়েকদিন পর রাজীব দেখল—রিকশাচালক রহিম আর রাস্তায় ময়লা ফেলছে না। দোকানদার সুমনও মাঝে মাঝে কাগজের ব্যাগ ব্যবহার করছে।

শাহেদও একদিন বলল—
– শোন, তোর কথা ভেবে আজকে আমি ময়লা রাস্তার মাঝে ফেলিনি। ডাস্টবিনে ফেলেছি।

রাজীব মনে মনে হাসল। হয়তো খুব বড় পরিবর্তন হয়নি। কিন্তু সে বুঝল—
👉 পরিবর্তনের শুরু হয় একজন মানুষ থেকে।



Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default